পিবিএ,সাতক্ষীরা: সাতক্ষীরা পৌর শহরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মইনুল ইসলাম আওয়াল (৩৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। তিনিপৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার পিতা শহরের আদি ফকির মিস্টান্ন ভান্ডারের স্বত্ত্বাধিকারী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার পুরাতন সাতক্ষীরা বাজারের মুন্সিপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটে।আওয়াল নিউ ফকির মিস্টান্ন ভান্ডারের স্বত্ত্বাধিকারী।
স্থানীয়রা জানান,সকালে মোটরসাইকেল যোগে আওয়াল তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পতিমধ্যে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়ায় ট্রাকের(যশোর ট-১১৩২২৩ নাম্বার)সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আওয়াল মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমেে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে খুলনায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর ফাঁড়ির ইনচার্জ বরীন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/এসডি