সাতক্ষীরায় ৬ জনের করোনা পজিটিভ, মোট আক্রান্ত ১৪৩

পিবিএ,তালা(সাতক্ষীরা): তালা উপজেলার বিভিন্ন স্থানে এক নারীসহ নতুন করে ৬ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন তালা সদরের মহল্লাপাড়ার এসকে ইমন আলী, মো. শহিদুল ইসলাম, পাটকেলঘাটা এলাকার সুব্রত দাশ (৫৮), তানিয়া খাতুন (২৫), এসকে ফাহিম কার্জন ও এসকে ফরহাদ খান। বুধবার (২৬ আগস্ট) তালা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অতনু কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত উপজেলায় ৩২ নারীসহ মোট ১৪৩ জন করোনা পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। তবে করোনায় আক্রান্ত বেশ কয়েকজন রোগীর বাড়ি বিভিন্ন উপজেলায় হলেও তারা চাকুরীর সুবাদে তালা উপজেলার বিভিন্ন স্থানে বসবাস করে বলে জানা গেছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

পিবিএ/মোঃ রোকনুজ্জামান টিপু/এসডি

আরও পড়ুন...