সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় নারীসহ আটক ৫

হাবিবুল হাসান,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে ব্যাটালিয়ন ৩৩ বিজিবির পৃথক দুটি অভিযানে অবৈধভাবে ভারতে পারাপারের সময় এক নারীসহ ৫ বাংলাদেশী নাগরিককে আটক করেছে। এসময় বিজিবি নাম্বার বিহীন ০২টি মোটরসাইকেল (হিরো-১০০সিসি ও হায়ার কজি-১০০সিসি)আটক করে।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে ব্যাটালিয়ন ৩৩ বিজিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত থেকে আটককৃতরা হলেন সদরের পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজির ছেলে মো. জসিম উদ্দিন (৩৮),আসাদুল সরদারের ছেলে মো.বিলাল হোসেন (২৩),আব্দুল মজিদের ছেলে মো. শামছুজ্জামান (৩৯)।

অপরদিকে কলারোয়ার হিজলদী সীমান্ত থেকে আটককৃত দু’জন হলেন শরিয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত সামদুল মোল্লার মেয়ে মৌসুমী (৩৪) ও ফরিদপুরের আলফাডাংগা উপজেলার রুদ্রবালা গ্রামের মৃত আয়নাল উদ্দীন শেখের ছেলে মো. মামুন (৩৩)।

সংবাদ সম্মেলনে বিজিবি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার(৩ অক্টোবর) রাতে সদরের পদ্মশাখরা সীমান্ত এলাকা থেকে নায়েব সুবেদার আমির হোসেন ও এসআইপি সদস্য হাবিলদার মো.আনোয়ারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে স্বশান নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় ০২টি মোটরসাইকেলযোগে ৩ জন আগমনকারী সন্দেহজনক দালান মো. জসিম উদ্দিন, মো. বিলাল হোসেন ও মো. শামছুজ্জামান আটক করে।

এসময় তাদের কাছে থাকা নাম্বার বিহীন ০২টি মোটরসাইকেল (হিরো-১০০সিসি ও হায়ার কজি-১০০সিসি) আটক করে। আটককৃত মোটরসাইকেল ০২টির আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা।আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ভারতে গমনের বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, বৃহস্পতিবার(৩ অক্টোবর) রাতে সাতক্ষীরার কলারোয়ার হিজলদী সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় বিজিবি এক নারীসহ ২ বাংলাদেশী নাগরিককে আটক করে।হিজলদী সীমান্তের সুলতানপুর মাঠ এলাকা থেকে বাংলাদেশী নাগরিক মৌসুমী ও মো. মামুনকে আটক করে।তাদেরকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আগমনকালে আটক করা হয়েছে বলে জানান বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি লে. কর্ণেল মো. আশরাফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিগণ বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন...