হাবিবুল হাসান,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে এক নারীসহ দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে সাতক্ষীরা সদরের বৈকারী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়ার খোরদো এলাকার নরিম গাজীর ছেলে মো.আজিজুল গাজী(৪৫) ও তার স্ত্রী মোছা.শাহানারা খাতুন।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক শনিবার (১২ অক্টোবর) সকালে গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কালিয়ানি থেকে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে।এমন সংবাদের ভিত্তিতে কালিয়ানি বিওপির নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বাংলাদেশী টাকা, ভারতীয় রুপি, ২টি মোবাইল ২টি ভারতীয় এনআইডি কার্ড এবং ১টি ভারতীয় স্মার্টকার্ডসহ দুই জনকে আটক করে।ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মানবপাচারী চক্রের ৩ (তিন) জনকে পলাতক আসামী করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।