সাত কলেজের বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২১-২০২২ সেশনে ভর্তির বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সাত কলেজের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সাত কলেজের বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। যেসব শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন হয়েছে অথবা প্রথম বিষয় মনোনয়ন পেয়েছে সেসব শিক্ষার্থীদের ২২ ডিসেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে মাইগ্রেশন ফি অথবা ভর্তি ফি দিয়ে স্ব স্ব কলেজে উপস্থিত থেকে মাইগ্রেশন অথবা ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।

ঢাবি অধিভুক্ত সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

আরও পড়ুন...