পিবিএ ডেস্ক: ভারতের চেন্নাইয়ের ৭ বছরের বালকের মুখে অস্ত্রপ্রচার করে ৫২৬টি দাঁত বের করেছে দাঁতের ডাক্টার। ডাক্টারের ভাষ্যমতে এটা তার জীবনে দেখা অদ্ভত ঘটনা। ভারতের দক্ষিণ-পূর্ব তিরুভল্লুর শহরের বাসিন্দা এই বালকটির বয়স যখন তিন বছর ছিলো তখন তার মা-বাবা তাকে নিয়ে চেন্নাই শহরের একটি হাসপাতে গিয়েছিলো। কারণ বালকটির মুখের নিচের চোয়ালটি ফোলা ছিলো। তাদের সন্তানের চোয়াল ফোলা দেখে তার উদ্বিগ্ন ছিলেন। যদিও তখন তারা এই চিকিৎসা শেষ না করেই হাসপাতাল ছাড়েন।
চারবছর পর তারা দেখতে পায় তাদের সন্তানের মুখের চোয়ালের নিচের অংশের ফোলা আরো বৃদ্ধি পেয়েছে। তখন তারা চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হন। সেখানে বালকটির মুখে পরিক্ষা নিরিক্ষা করে অবাক হয়ে যায় ডাক্টাররা। মুখের অবস্থা খুবই খারাপ দেখতে পায় তারা।
প্রতিবেদনে জানানো হয়েছে, চিকিৎসকরা ছেলিটির এক্স-রে এবং সিটি স্ক্যান করে দেখেন তার চোয়ালের ডানদিকে হাড় লাগোয়া একটি থলের মধ্যে অনেক দাঁত সারি বেঁধে রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগ ‘কমপাউন্ড কম্পোজিট ওডনটোমা’ নামে পরিচিত।
মুখের ভেতর অস্বাভাবিক এই দৃশ্য দেখার পর পরই ছেলেটির মুখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তাতেই দুপাটি মিলিয়ে ২১টি দাঁত রেখে, বাড়তি ৫২৬টি দাঁত বের করে আনা হয়।
পিবিএ/বাখ