পিবিএ,বিনোদন ডেস্কঃ প্রেমের একটি নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় অভিনেতা। পরিবারের কারণে ভেঙে যায় প্রেমের সম্পর্ক। তার পর কেটে যায় দীর্ঘ সাত বছর। এর পর তাহসানের উপলব্ধি কী?
এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে তাহসান ও মেহজাবীন চৌধুরীর নতুন নাটক। নাম ‘মেঘ মিলন’। দয়াল সাহার রচনায় এটি নির্মাণ করেছেন সাগর জাহান।
নির্মাতা বলেন, মা-বাবা যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা দেখা যাবে এই নাটকে। প্রথমে প্রেম, তার পর বিদেশে গিয়ে নানা ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ে প্রেমিক-প্রেমিকা।
অবশেষে সাত বছর পর তাদের দেখা হয়, তখন নতুন কিছু উপলব্ধি। এমনই গল্পে নির্মাণ করা হয়েছে নাটকটি।
দুই পরিবারের গল্প নিয়ে নির্মিত হওয়া ‘মেঘ মিলন’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভিতে প্রচারিত হবে।
পিবিএ/এমআর