সাত স্ত্রী মিলে এক মরদেহের দাবি

পিবিএ ডেস্ক: পবন কুমার নামে এক ব্যক্তি আত্মহত্যা করার পর মরদেহের দাবি নিয়ে একে একে থানায় হাজির হয় সাত নারী। প্রত্যেকেরই দাবি, তিনি নাকি ওই ব্যক্তির স্ত্রী। গত রোববার (২৯ সেপ্টেম্বর) বিষপানে আত্মহত্যা করেন পবন কুমার (৪০) নামে এই ব্যক্তি। ভারতের হরিদ্বারের রবিদাস বস্তির বাসিন্দা পবন ছিলেন পেশায় গাড়িচালক। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে প্রচণ্ড আর্থিক সমস্যায় ছিলেন পবন কুমার। সেই কারণেই পবন কুমার আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

কিন্তু নাটকের তখনও বাকি ছিল। একের পর এক সাতজন নারী থানায় এসে নিজেকে পবন কুমারের স্ত্রী বলে দাবি করেন। তাদের প্রত্যেকেরই দাবি সে পবনের স্ত্রী। পুলিশ প্রত্যেকের কাছে জানতে চায়, পবনের আরও স্ত্রী আছে কিনা, তারা এই বিষয়ে কিছু জানতো না। কে তার আসল স্ত্রী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...