মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানে ওলামায়ে কেরাম ও তাবলীগ সাথীদের ওপর মধ্যরাতে পরিকল্পিত হামলা ও খুনের প্রতিবাদে এবং সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ওলামায়ে কেরাম ও সর্বোস্তরের তৌহিদী জনতা।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হামিদপুর থেকে কালিহাতী বাসস্ট্যান্ড ও থানা গেইট চত্বর প্রদক্ষিণ শেষে কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। এর আগে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কালিহাতী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম, মাওলানা শহিদুল্লাহ মধুপুরী, হামিদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল কাদের ও মুফতি বায়জিদ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় নাগরিক সাদ কোনো আলেম না। তিনি আমেরিকা ও ইহুদিদের ইন্ধনে বাংলাদেশের তাবলীগ জামায়াতকে বিভক্ত করতে কাজ করছে।
বক্তারা আরও বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। সাদপন্থীদের সঠিক বিচার করতে হবে। এই সাদপন্থীদের তাবলীগ জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী। তারা ভারত ও আওয়ামীলীগের দালাল। এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।