পিবিএ ডেস্ক: সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখের কর্নিয়ার ও রেটিনার দারুণ ক্ষতি করে। সানগ্লাস এই অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে। এছাড়া চোখের সুরক্ষায় রাস্তার ধুলোবালি, পোকা-মাকর থেকে চোখকে বাঁচায় সানগ্লাস।এবং যারা সাইকেল বা মোটরসাইকেল চালায় তাদের জন্য সানগ্লাস অত্যন্ত জরুরি কেননা সাইকেল ও মোটরসাইকেল চলন্ত অবস্থায় বাতাসের ধুলোবালি এবং পোকা-মাকর আমাদের চোখে এসে পড়তে পারে। এসব ধুলোবালি ও পোকা-মাকড় থেকে রক্ষা করে সানগ্লাস।
বর্তমানে সানগ্লাস শুধু চোখের সুরক্ষায় নয়, ফ্যাশনেও প্রয়োজন।তরুণ-তরুণীরা ফ্যাশন হিসেবে এটি বেশি ব্যবহার করছে। ফ্যাশন বলেন আর চোখের সুরক্ষায় বলেণ এই সানগ্লাস ব্যবহারে আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে কেননা চেহারার সঙ্গে সব ধরণের চশমা মানায় না। আর আজকে আমাদের এই লেখা ফ্যাশন প্রিয় এবং সচেতন পাঠকদের জন্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক সানগ্লাস কিনতে মাথায় কোন বিষয় গুলো রাখা উচিতঃ
১) রং এবং আকৃতি।
২) আকার।
৩) বড় চেহারার জন্য বড় গ্লাস মানানসই।
৪) যাঁদের চেহারা ছোট তারা একটু পাতলা আকৃতি বেছে নিন।
৫) যাঁদের ত্বক গাঢ় তাঁরা কালো, কফি, বাদামি রঙের গ্লাস ব্যবহার করতে পারেন।
৬) যাঁদের গায়ের রঙ উজ্জ্বল তাঁরা বেগুনি, সাদা, গোলাপি, লাল রংয়ের গ্লাস ব্যবহার করতে পারেন।
৭) চুলের স্টাইলের উপর গ্লাস ব্যবহার করুন।
৮) মেয়েরা রোদ চশমার সঙ্গে কপালে ফোঁটা লাগাতে পারেন।
৯) ঘরে ঢোকার আগে অবশ্যই খুলে রাখুন।
১০) ভালো ব্র্যান্ডের সানগ্লাস ব্যবহার করুন।
তাহলে জেনে গেলেন তো সানগ্লাস কিনতে গেলে আপনাকে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে এখন থেকে সানগ্লাস নিতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন উপরের টিপস গুলো।
পিবিএ/ইকে