পিবিএ,ঢাকা: সম্প্রতিকালে মিডিয়া জগতে সবচেয়ে আলোচিত মডেল তারকার নাম মাহবুব সানাই। নানা সময়ে নানা কারণে তিনি সংবাদের শিরোনাম হয়ে খবরের পাতায় এসেছেন। তবে এবারের শিরোনাম একটু ব্যতিক্রম।
জানা গেছে, মডেল সানাই’র ছবি দিয়ে ইউটিউব চ্যানেল খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে—। যা সর্ম্পকে মডেল সানাই অবগত ছিলেন না । কিন্তু সম্প্রতি মডেল সানাই’র ছবি দিয়ে খোলা ওই ভুয়া আইডি হতে মাহবুব সানাই’র রিয়েল আইডিতে কপিরাইট ক্লেইম রিপোর্ট করে ওই ভূয়া আইডি কর্তৃপক্ষ। যা ছিল সানাই মাহবুববের জন্য অনেক বিব্রতকর ও দু:খের। এতে ক্ষিপ্ত হয়ে মডেল সানাই তার ফেসবুক আইডি হতে একটি স্ট্যাটাস দেন । যা নিন্মরুপ:
মানুষ এতোটা অসভ্য আর কুলাংগার হয় আমার জানা ছিলো না!
আমার ছবি আর ভিডিও দিয়ে ইউটিউব চ্যানেল চালায় নিজেদের পেট চালায় আবার আমার ছবিতে কপিরাইট ক্লেইম দেয়, শালা শয়তানের বাচ্চাগুলা!
বাংলা মিডিয়া কে? আমি এই পর্যন্ত কোনো ছবি বাংলা মিডিয়াকে দিয়ে তুলাইনি! ওরা তারপরও কপিরাইট ক্লেইম দেয়! শালা শয়তান!
কেনো রে পেট চলতেছে না! টাকা নাই? বিজনেস করবি ভালো কথা তাই বলে আমার ভেরিফাইড পেইজে আমার ছবিতে কপিরাইট ক্লেইম!
শালা অসভ্যের বাচ্চা, এই জন্য তোদের উন্নতি নাই!
মডেল সানাই মাহবুবের এহেন স্টেটাসকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতিবাচক ভাবেই দেখছেন সচেতন জনতা। বিষয়টা এমন“চুরির চুরি আবার সিনা জুড়ি”।
পিবিএ/হক