পিবিএ ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া ও টেনিস তারকা সানিয়া মির্জার মধ্যে বন্ধুত্বের কথা সকলের কাছে সুবিদিত। তাদের মধ্যে বন্ধুত্বের ছবি প্রায়ই ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন সানিয়া। সেই পোস্টে কমেন্ট করে সানিয়ার কাছে উপহার চাইলেন পরিনীতি।
বন্ধুদের থেকে কারণে অকারণে ট্রিট চাওয়া বা কোনও উপহারের আবদার নতুন কিছু নয়। কিন্তু সানিয়ার কাছ থেকে কী চাইলেন পরিনীতি?
হোয়াটস গুড অ্যাবাউট ফলিং’ নামের একটি বই লিখেছেন প্রজ্জ্বল হেগড়ে। নিজের বন্ধুর লেখা বইয়ের প্রমোশনের জন্য বইটির ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে সবাইকে বইটি সংগ্রহ করার অনুরোধ জানিয়েছেন সানিয়া।সেই ছবিতেই কমেন্ট করেছেন বলিউড অভিনেত্রী পরিনীতি। সেই কমেন্টে তিনি সানিয়ার কাছে বইটির একটি কপি তাকে দেওয়ার জন্য আবদার করেছেন। বন্ধুর আবদার পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন সানিয়াও। তবে এই প্রথম নয়। এর আগেও তারা নিজেদের বন্ধুত্বের ছবি জনসমক্ষে প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
পিবিএ/জিজি