পিবিএ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সান্তাহার রেলওয়ে থানাধীন রাণীনগর স্টেশনের চকের ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর রাণীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত ইসমাইল প্রামানিকের ছেলে কুরবান প্রামানিক (৩০) ও একই গ্রামের কুরবান প্রামানিকের মেয়ে কোহেলী (১০)। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় রাণীনগর স্টেশনের দক্ষিণে চকের ব্রিজ নামক স্থানে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান বাবা ও মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন। এরপর লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।