সাবিনা ইয়াসমিনের অঢেল সম্পদ!

পিবিএ, ঢাকা: নাটোর-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন। তার কোনো আয় না থাকলেও রয়েছে অঢেল সম্পদ। রুহুল কুদ্দুস তালুকদার দুলুর এ স্ত্রীর নামে তদন্তাধীন একটি মামলাও রয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামায় এ তথ্য পাওয়া গেছে।

সাবিনা ইয়াসমিন একজন গৃহিণী। কোনো খাত থেকেই তার আয় নেই। এমনকি স্বামী রুহুল কুদ্দুস তালুকদার দুলুরও কোনো আয় উল্লেখ করা হয়নি। তবে আয় না থাকলেও তার নগদ অর্থের পরিমাণ ৯ লাখ ৯৫ হাজার ২০২ টাকা। আর স্বামীর রয়েছে এক কোটি ২৮ লাখ ৮৪ হাজার টাকা। ব্যাংকে সাবিনা ইয়াসমিনের আমানত রয়েছে ৪৯ লাখ ৬৪ হাজার টাকা এবং স্বামীর দুই কোটি ৪৩ লাখ টাকা।

এ ছাড়া ১৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের একটি গাড়িও রয়েছে তার। দুলুর গাড়ির মূল্য দেখানো হয়েছে ১৩ লাখ ২০ হাজার টাকা। সাবিনা আর দুলুর ১০০ ভরি সোনার দাম দেখানো হয়েছে মাত্র ৩ লাখ টাকা। আসবাব ও ইলেকট্রনিকস পণ্যের মূল্য ধরা হয়েছে একই পরিমাণ। সাবিনা ইয়াসমিনের নামে ঢাকায় ২৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাটও রয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন:

আরও পড়ুন...