পাস‌পোর্ট জা‌লিয়া‌তির অভি‌যো‌গ

সাবেক আইজি‌পি বেনজীরসহ পাঁচজ‌নের বিরুদ্ধে মামলা

পাস‌পোর্ট জা‌লিয়া‌তির অভি‌যো‌গে পু‌লি‌শের সাবেক মহাপ‌রিদর্শক (আইজি‌পি) বেনজীর আহমেদসহ পাঁচ জ‌নের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের ক‌রে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

সোমবার (১৪ অক্টোবর) সংস্থা‌টির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-প‌রিচালক হা‌ফিজুল ইসলাম বাদী হ‌য়ে এ মামলা‌ দা‌য়ের ক‌রেন। দুদ‌কের ঊর্ধ্বতন এক‌টি সূত্র এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেছে।

মামলার অন‌্য আসা‌মিরা হ‌লেন-আগারগাঁও পাস‌পোর্ট অফিসের সা‌বেক প‌রিচালক মো. ফজলুল হক, সা‌বেক প‌রিচালক মুন্সী মুয়ীদ ইকরাম, টেক‌নিক‌্যাল ম‌্যা‌নেজার সা‌হেনা হক ও প‌রিচালক আবদুল্লাহ আল মামুন।

মামলার অভিযোগে বলা হয়, বেনজীর আহ‌মেদ ডিএম‌পি পুলিশ কমিশনার ও র‌্যা‌বের মহাপরিচালক হিসেবে কর্মরত থাকা অবস্থায় পাসপোর্টের আবেদনপত্রের পেশা ক্রমিকে অসদাচরণ ও মিথ্যার আশ্রয় নিয়ে প্রাইভেট সা‌র্ভিস উল্লেখ করেন।

সেইস‌ঙ্গে অন‌্য আসা‌মিরা বেনজীরের দাপ্তরিক পরিচয় সম্পর্কে জেনেও বিভাগীয় অনাপত্তি সনদ সংগ্রহ ও যাচাই না করে পরস্পর যোগসাজশে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে ওই অভিযোগে বলা হয়।

আরও পড়ুন...