সাবেক রাষ্ট্রদূত আলম চৌধুরী আর নেই

NURUL-ALOM
সাবেক রাষ্ট্রদূত, মুক্তিযোদ্ধা নূরুল আলম চৌধুরী ।

পিবিএ,ঢাকা: সাবেক রাষ্ট্রদূত, সংসদ সদস্য, এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল আলম চৌধুরী (৭২) আর নেই । (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

রোববার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মহানগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম জানান, বার্ধক্যজনিত কারণে কিছুদিন আগে নূরুল আলম চৌধুরীকে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জমিয়তুল ফালাহ ময়দানে মরহুমের ১ম নামাজে জানাযা, বাদ জোহর ফটিকছড়ি কলেজ মাঠে ২য় নামাজে জানাযা এবং বাদ আসর রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে মতিউর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় জানাযা শেষে লাশ দাফন করা হবে।

নুরুল আলম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭৩ ও ১৯৮৬ সালে ফটিকছড়ি নির্বাচনী এলাকা থেকে দু’দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতারা শোক জানিয়েছেন।

পিবিএ/ ইএইচকে

আরও পড়ুন...