সাবেক স্পীকারের মৃত্যু বার্ষিকী পালিত

পিবিএ,পাইকগাছা,খুলনা: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার মরহুম শেখ রাজ্জাক আলীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২দিন ব্যাপী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুরআনখানী, মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান ও শনিবার সকালে এনতাজ আলী স্মৃতি সংসদ পাঠাগারের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় ১০জন মেধাবী ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।


পাঠাগারের সহ-সভাপতি এ্যাডঃ জি,এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রদান করেন, শেখ রাজ্জাক আলীর কন্যা ডাঃ সাহানা রাজ্জাক, ডাঃ লীনা রাজ্জাক, এফসিএ জনা রাজ্জাক, দৌহিত্র মেহেদী আহসান অনিক।
উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শেখ ফারুক উদ্দীন, নুর আলী মোড়ল, অঞ্জলী রাণী শীল, শেখ আসাদুল হক, শেখ সিদ্দিকুর রহমান মুক্ত, শেখ আব্দুল আজিজ, জিয়াউল হক, গ্রন্থাগারিক কল্লোল মল্লিক, শেখ সায়মান হোসেন, নাফিজ আহমেদ, কাজী শান্ত ইসলাম, বৃত্তি প্রাপ্ত ছাত্রীদের মধ্যে সানজিদা ইসলাম, লামিয়া আক্তার, নুসরাত জান্নাতি, নুরুন্নাহার খাতুন, নাজিয়া ফেরদৌস। অনুষ্ঠান শেষে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এনতাজ আলী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে ২টি ফ্যান প্রদান করা হয়।

পিবিএ/ইএইচ/হক

আরও পড়ুন...