পিবিএ,সাভার: সাভারে অপহরণের পর বিদেশে পাচারের উদ্দেশ্যে তুহিন(০৫) নামে এক অপহৃত শিশুকে ঘটনার ০৯ দিন পর উদ্ধার করেছে সাভার মডল থানা পুলিশ। এঘটনায় অপহরণ চক্রের এক নারী সদস্য মর্জিনা বেগমকে(৪০) উদ্ধারস্থল থেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১জুলাই) দুপুরে সাভারের হেমায়তপুর এলাকার বাগবাড়ি মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয় শিশুটিক উদ্ধার ও জড়িত ওই নারীকে আটক করে পুলিশ। আটক মর্জিনা বেগম রংপুর জেলার পীরগঞ্জ থানার জামালপুর গ্রামর নুরুল ইসলামর স্ত্রী। অপরদিক অপহরণর শিকার শিশু তুহিন সাভারের হেমায়তপুর এলাকার আর্জনপাড়া মহল্লার রুবেলের ছেলে বলে জানা যায়।
পুলিশ জানায়, বুধবার (০৩ জুলাই) বিকেলে সাভারের হেমায়তপুর এলাকার আর্জনপাড়া মহল্লা থেকে তুহিনকে বিস্কুট খাওয়ানোর প্রলাভন দেখিয় কৌশল অপহরণ করে ওই চক্রটি। পরে শিশুটির পরিবার সাভারের বিভিন্নস্থানে খুঁজাখুঁজি করে না পেয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করে।
এবিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক জানান, অভিযোগর ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর এলাকার বাগবাড়ি মহল্লার একটি বাড়ি থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাচার চক্রের এক নারী সদস্যকে আটক করে থানা হেপাজতে আনা হয়েছে বলেও জানান তিনি। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
পিবিএ/এলএ/বিএইচ