পিবিএ,ডেস্ক: আশুলিয়ার চানগাঁর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মো. তাইজুউদ্দিন (২৯) নামের এক ব্যক্তিকে ৯৯০ পিস ইয়াবাসহ আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জানা গেছে, তিনি সাভারের আশুলিয়ায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একজন কনস্টেবল। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আবুল বাশার।
পুলিশ জানায়, গাজীপুর জেলার জয়দেবপুর থানার উত্তর সালনা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তাইজুউদ্দিন সিআইডিতে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।
ওসি বলেন, চানগাঁও এলাকায় মাদকের চালান আসার গোপন খবরে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
“পরে একটি অটোরিকশা থেকে তাইজুউদ্দিনকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি চালানো হলে ৯৯০ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।”
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
পিবিএ/আরআই