সাভারে চাকরির প্রলোভনে প্রতারণা ,আটক-৪

পিবিএ,সাভার: সাভারের লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে চাকুরি দেওয়া নামে প্রতারণা করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র । এঘটনায় ওই প্রতিষ্ঠানের কর্মরত প্রতারক চার ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৪ এর সদস্যরা ।

মঙ্গলবার(৯ জুলাই) বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত চৌরুঙ্গী সুপার মার্কেটের ৫ম তলায় অবস্থিত ওই প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন , শরিফ মিয়া (২৩),তোফায়েল আহমেদ(২৩),রাজু(২৪), ও মেহেদী হাসান(২৩) ।

র‌্যাব জানায়, কয়েক মাস পূর্বে জিয়াউর রহমান জিয়া নামে এক ব্যক্তি লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেড নামে একটি মার্কেটিং প্রতিষ্ঠান চালু করে । পরে আরো কয়েক জন ব্যক্তি মিলিত হয়ে প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব নেন । এরপর এক বিজ্ঞপ্তির মাধ্যমে চাকুরি প্রত্যাশি ৫০ জন ব্যক্তিকে বিভিন্ন প্রতিষ্ঠানে লোভনীয় পদে চাকুরি দেবেন বলে জানান। সেই মোতাবেক ২০-২৫ জন চাকুরি প্রত্যাশিরা তাদের বিজ্ঞপ্তিতে সাঁড়া দেয় । পরে তাদের চাকুরি পাইয়ে দেওয়া কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক চক্র । পরে বিষয়টি ভুয়া বুঝতে পেরে ভুক্তভোগীরা র‌্যাব কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করে ।

এবিষয়ে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার উনু মং পিবিএকে জানান, ওই প্রতিষ্ঠানের চার ব্যক্তিকে আটক করা হয়েছে । তাদের মালিককে আটকের চেষ্টা করাহয়েছে বলেও জানান তিনি ।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।

পিবিএ/নোটন/হক

আরও পড়ুন...