সাভারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পিবিএ, সাভার: সাভারের আশুলিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে রবীন্দ্র নাথ নামে এক যুবকের মৃত্যু হয়েছে । শনিবার (১৩ জুলাই) সকালে সাভারের আশুলিয়া এলাকার গৌরিপুর দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে । নিহত রবীন্দ্র নাথ সাভারের বিরুলিয়া ইউনিয়নের দেউনসাইপাড়া মহল্লার বিশম্বর নাথের ছেলে ।

স্থানীয়রা জানান, রবীন্দ্র নাথসহ আরো কয়েক জন ব্যক্তি আশুলিয়ার গৌরিপুর ডাকাতি প্রস্তুতি নিচ্ছিলো । এসময় স্থানীয়রা টের পেয়ে একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করে । এরপর রবীন্দ্রনাথকে স্থানীয়রা ধরতে পেরে গণপিটু দেয় ।এতে ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় ।

পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ।

এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক(এসআই) নাহিদ জানান, গৌরিপুর গাজী বাড়িতে ডাকাতির প্রস্তুতি কালে সন্দেহভজন ভাবে এলাকাবাসীর গণপিটুনিতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি । এবিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।

 

পিবিএ/এলএ/জেডআই

আরও পড়ুন...