পিবিএ,সাভার: সাভারে এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ অভিযোগে পাঁচ নির্মাণ শ্রমিকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৫ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লা থেকে ওই পাঁচ নির্মাণ শ্রমিকে আটক করে সাভার মডেল থানা পুলিশ ।
আটকৃতরা হলেন, আরিফ(২২) জামালপুর জেলার বকশিমারি থানার উগলিপাড়া গ্রামের ইলিয়াস উদ্দিন ছেলে, আমিনুল (৩৫) জামালপুর জেলার সদর থানর সাহাবাজপুর গ্রামের
আজিজ উদ্দিন ছেলে , বাদল (২২) গাইবান্ধা জেলার সাঘাটা থানার ধইচড়া গ্রামের আব্দুস হাইয়ের ছেলে, আলমগীর(২২) গাইবান্ধা জেলার সাঘাটা থানার শিমুল বাড়ি গ্রামের গোলজার
রহমান ছেলে ,কবির (২৬) গাইবান্ধা সাঘাটা থানার কুমারবাড়ি আলতাফ হোসেন ছেলে বলে জানা যায় ।
পুলিশ জানায়,গত রাতে স্বামী পরিত্যক্তা এক নারীকে জোর করে ওই পাঁচ ব্যক্তি একটি নির্মাণাধীন বাড়ির নিয়ে যায় । পরে তারা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে গিয়েছে। পরে
সোমবার দুপুরে ওই নারী সাভার মডেল থানা পুলিশ বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন
জানান, ওই নারীর তথ্যের ভিত্তিতে ধর্ষণের ঘটনায় ৫ নির্মাণ শ্রমিকে আটক করা হয়েছে ।ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের
ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে পাঠানো হবে । এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।
পিবএ/লোটন আচার্য্য/ইকে