সাভারে মবিল কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত

পিবিএ, সাভার: সাভারের নাসরিন অটোমবিল নামে পোড়া মবিল প্রক্রিয়াকরণ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এসময় আগুন নিয়ন্ত্রণে কার্যে ফায়ার সার্ভিসের তিন কর্মী বয়লার বিস্ফোরণে আহত হয়েছে । বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ২ টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকার সিরাজমুন্সি মালিকানাধীর ওই মবিল কারখানায় আগুনের সূত্রপাত ঘটে।

আহতরা হলেন , ফায়ার সার্ভিসের কর্মী সেলিম রেজা ,পঙ্কজ , নূর মোহাম্মদ । স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুপুরে সাভারের হেমাতেপুর এলাকার নাসরিন অটোমবিল কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে । পরে আগুনের লিলিশিখা ক্রমন্বেয়ে বাড়তে থাকে । এসময় স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে সাভার ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে যোগ দেয় । পরে পরিস্থিতি নিয়ন্ত্রেণের জন্য কল্যাণপুর থেকে আরো এক ইউনিট যুক্ত হয়েছে ।

এবিষয়ে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আনোয়ারুল হক জানান,পনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে ।আগুন নিয়ন্ত্রণে কাজে বয়লার বিস্ফোরণের কারণে তিন জন ফায়ার কর্মী আহত হয়েছে । তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি । তবে ক্ষয়ক্ষতির পরিমান এবং অগ্নি কান্ডের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা ।

পিবিএ/লোটন আচার্য্য/বিএইচ

আরও পড়ুন...