পিবিএ,সাবার: সাভারে একরামুল হাসান (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার (০৩ জুলাই ) দুপুরে সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ ।
নিহত একরামুল সাভার সদর ইউনিয়নের দেওগাঁ মহল্লার ইকরামুল হাসানের ছেলে । স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে সাভারের সদর ইউনিয়নের দেওগাঁ মহল্লায় নিজ বাড়ি থেকে ওই ব্যক্তি ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় স্বজরা । পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । এর আগে সকালে পরিবারের সদস্যদের সাথে একরামুলের কথা কাটাকাটি হয় । পরে দুপুরে ওই ব্যক্তি নিজ ঘরে ঘুমতে যায় । এরপর তার আর কোনো সাঁড়া শব্দ না পেয়ে স্বজনদের সন্দেহ সৃষ্টি হয় । পরে ঘরের দরজা ভেঙে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা ।
সাভার মডেল থানার উপ-পরির্দশক (এসআই) সাঈদ পিবিএকে জানান, ওই ব্যক্তি পরিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারে ।তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি ।
পিবিএ/এলএ/হক