পিবিএ, সাভার: সাভারে একটি বেসরকারি স্কুলে চাঁদাবাজিকালে বিদ্যুৎ আহম্মেদ মিয়া(৩২) ও রতন বিশ্বাস (৩৯) নামে দুই ভুয়া সাংবাদিককে স্থানীয়রা আটক করে পুলিশ সোপর্দ করে ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
আটককৃত বিদ্যুৎ আহম্মেদ রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর দক্ষিণপাড়া মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে । অন্যদিকে রতন মিয়া গোপালগঞ্জের সদর থানার উলপুর গ্রামের সাহেব আলী বিশ্বাসের ছেলে ।
ভুক্তভোগী স্কুলের শিক্ষক তাজুল ইসলাম খান জানান, বুধবার (২৩ অক্টোবর) রাতে সাভার পৌর এলাকার শাহীবাগ চৌরাস্তায় নিজ পরিচালিত লিটর স্টার স্কুল এন্ড কলেজে সাংবাদিক পরিচয়ে চার ব্যক্তি প্রবেশ করে । এদের মধ্যে মফিজুর রহমান সোহেল নামে এক ব্যক্তি নিজেকে বড় সাংবাদিক পরিচয় দিয়ে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন।এসময় মফিজুল রহমান সোহেলের সঙ্গীয় ব্যক্তি বিদ্যুৎ আহম্মেদ মিয়া, রতন বিশ্বাস , ইব্রাহিম খলিল চাঁদার টাকা না পেলে স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দেয় । পরে স্কুলের শিক্ষক তাজুল ইসলাম চাঁদার টাকা দিতে অস্বীকার জানালে বিভিন্ন রকম হুমকি-ধামকি দেয় তারা । এসময় ওই স্কুল শিক্ষক তাদের হুমকিতে ডাক চিৎকার করলে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে । পরে তাদের সাভার মডেল খানায় সোপর্দ করা হয় ।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) লোকমান হোসেন জানান, স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুই ব্যক্তিকে আটক করা হয় । ঘটনার সাথে জড়িত বাকি দুই ব্যক্তিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে ।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।
পিবিএ/লোটন/জেডআই