পিবিএ, সাভার: সাভারের আশুলিয়ায় নূর বানু নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে পাষন্ড স্বামী মোস্তাফিজুর রহমান লিটন।
শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার তাজপুর এলাকার শামসুল হকের মালিকানাধীন বাড়িতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে ।
নিহত গৃহবধূ রংপুর জেলার পীরগঞ্জ থানার পাবর্তীপুর গ্রামের বাসিন্দা এবং একই থানার তুলারামপুর গ্রামে অভিযুক্ত স্বামী মোস্তাফিজুরের বাড়ি । নিহত গৃহবধূ সাভারের আশুলিয়ার স্থানীয় নেক্স জেনারেল গার্মেন্টে অপারেটর হিসেবে কাজ করে ভাড়া বাসায় বসবাস করতেন ।
নিহতের দুলাভাই জয়নাল জানায়, নূর বানুর স্বামী মোস্তাফিজ রাজধানীর শ্যামলীতে একটি গ্যারেজে কাজ করে । সে মাঝে মধ্যে স্ত্রী কাছে আশুলিয়ায় আসতেন । তবে গত কয়েক দিন পূর্বে স্বামী মোস্তাফিজুর আশুলিয়ায় যায় । তাবে তাদের মাঝে মধ্যেই পরিবারিক কলহের জের ধরে ঝগড়া হতো । তবে শুক্রবার দুপুরে মোস্তাফিজ হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায় । এরপর তাদের সাত বছরের মেয়ে দিবা ঘরে গিয়ে বিছানায় উপর তার মা নূর বানুকে পড়ে থাকতে দেখে । পরে স্থানীয়রা হত্যার বিষয়টি বুঝতে পেরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় ।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরির্দশক(এসআই) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।এ ঘটনায় পাষন্ড স্বামীকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামরা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা যায় ।
পিবিএ/লোটন/জেডআই