পিবিএ, ঢাকা : ঢাকার সাভার মডেল থানার উলাইল এলাকা থেকে ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এলিট ফোর্স র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা পিবিএ’কে এ কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেলে এলিট ফোর্স র্যাব-৪ এর একটি দল পুলিশ সুপার নরেশ চাকমা এর নেতৃত্বে সাভার মডেল থানাধীন উলাইল এলাকায় একটি অভিযান চালানো হয়। এসময় র্যাব সদস্যরা ১৩০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি নজরুল ইসলাম (৫০), সোহাগ (৩৩), সোহেল (৩২), ভোলন (২৬) কে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ধৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বেঁচাকেনার কথা স্বীকার করেছে। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন জায়গা থেকে হেরোইন সংগ্রহ করে অভিনব কায়দায় সাভারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ ব্যপারে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
পিবিএ/এস,এম,মনির হোসনে জীবন/এমএ