পিবিএ ডেস্ক: মহম্মদ সামির বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। ভারতের তারকা পেসারের বিরুদ্ধে এ দিন গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আলিপুর আদালত। আত্মসমর্পণের জন্য সামিকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে। স্ত্রী হাসিন জাহানের করা মামলার পরিপ্রেক্ষিতেই এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
শুধু সামিই নন। তার ভাই হাসিদ আহমেদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
মোহাম্মদ সামি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। সোমবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, বিদেশ সফরে থাকায় অতিরিক্ত ১৫ দিন সময় দেয়া হয়েছে সামিকে। তবে তার ভাইয়ের বিরুদ্ধে সোমবার থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
আদালতে হাজিরা না দেয়ার কারণেই সামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশে ফিরে জামিনের জন্যও আবেদন করতে পারবেন সামি।
গতবছর স্বামীর বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, বধূ নির্যাতনসহ একাধিক অভিযোগ করেছিলেন হাসিন। এমনকি সামির ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারায় সামি ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলা হলেও একবারও আলিপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতে হাজিরা দেননি সামি।
পিবিএ/ইকে