সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ইবিতে ছাত্র মৈত্রীর মানববন্ধন

পিবিএ,ইবি: ভারতের মুসলমানদের উপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে শাখা ছাত্রমৈত্রী। রবিবার বেলা সাড়ে ১১টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমান পৃথিবীতে বিভিন্ন ধর্ম-বর্ণ, জাতি পাওয়া যাচ্ছে কিন্তু মানুষ পাওয়া যাচ্ছে না। পৃথিবীর সর্বময় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। পৃথিবীকে আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ করতে হবে।

পিবিএ/আহসান নাঈম/বিএইচ

আরও পড়ুন...