আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলায় শহীদ রুবেল ত্রিপুরা,ধন রঞ্জন চাকমা,জুনান চাকমা,শহীদ অনিক চাকমার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে খাগড়াছড়িতে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা সদরের আপার পেরাছড়া নিউজিল্যান্ড সড়কে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের আয়োজন এই কর্মসূচীর আয়োজন করা হয়।
শুরুতে ধর্মীয় প্রার্থনা করে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে সমবেতরা।
অন্তর চাকমার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন, স্থানীয় রুপেন চাকমা,সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা প্রমূখ।
বক্তারা বলেন,হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করে শীঘ্রই লাগাতার কর্মসূচী দেওয়ার কথা জানান। একই সাথে ৮ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। একই সাথে পাহাড়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান।
পার্বত্য জেলায় হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাহাড়ে শান্তি চাই এবং পার্বত্য চট্টগ্রামকে কোন আলাদা রাষ্ট্র বানানো হবেনা বলেও জানান বক্তারা।