সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কুবি থিয়েটারের মশাল পদযাত্রা

ইমরান হোসাইন,কুবি: বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মশাল পদযাত্রা করেছে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

আজ ৩রা নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬:৩০ মিনিটে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল পদযাত্রা শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তা শেষ হয়।

মশাল পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থিয়েটার কুবি’র সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন থিয়েটার কুবি’র উপদেষ্টা ড. মুহাম্মদ সোহারাব উদ্দীন, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান, থিয়েটার কুবি’র সভাপতি অর্ক গোস্বামী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

থিয়েটার কুবি’র সভাপতি অর্ক গোস্বামী বলেন, আমরা এমন একটা বিশ্ব চাই যেখানে মুসলিমরা নিরাপদে মসজিদে প্রবেশ করবে, হিন্দুরা নিরাপদে মন্দিরে প্রবেশ করবে। আমরা এমন একটা বিশ্ব চাই যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। বর্তমানে সাম্প্রদায়িক সহিংসতা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। থিয়েটার কুবি’র পক্ষ থেকে সাম্প্রদায়িক এই সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

থিয়েটার কুবি’র উপদেষ্টা ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ছোটবেলা থেকেই দেখে আসছি এই দেশ অসাম্প্রদায়িক দেশ। আমরা যখন একসাথে বসে আড্ডা দেই তখন দেখে বুঝার উপায় নেই কে কোন ধর্মের। কিন্তু বর্তমানে যে সাম্প্রদায়িক সহিংসতাগুলো হচ্ছে তা কোন ভাবেই কম্য নয়। ব্যাক্তি স্বার্থে, গোষ্ঠি স্বার্থে এগুলা হয়ে থাকে। আমি চাইবো যারা এই কাজগুলো করে বা করিয়ে যারা নিজের স্বার্থ হাসিল করছে তাদের যেন কঠোর শাস্তির আওতায় আনা হয়।

আরও পড়ুন...