পিবিএ ডেস্কঃ বর্তমান প্রজন্মের কাছে ক্যানসার অভিশাপ৷ পুরুষ নারী নির্বিশেষে এই রোগে আক্রান্ত হচ্ছেন সকলেই৷ মহিলাদের ক্ষেত্রে মারণরোগ হয়ে দেখা দিচ্ছে সারভাইক্যাল ক্যানসারের সংক্রমণ৷ তবে, অনেকেই এখনও এই রোগ সম্পর্কে জানেন না৷ কী এই সারভাইক্যাল ক্যানসার? কেন এই রোগেই সংক্রমণ হয়? এর প্রতিকার কী? এ বিষয়ে বিস্তারিত তথ্য জানালেন বিশিষ্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট বিশেষজ্ঞ।
সারভাইক্যাল ক্যানসার কীঃ জরায়ুর মুখ যেখান থেকে শিশু জন্ম নেয়, তাকে ইংরাজীতে সারভিকস্ বলে৷ এই অংশে ক্যানসার হলে তাকে সারভাইক্যাল ক্যানসার বলে৷
এই প্রকার ক্যানসারের কারণ কীঃ জরায়ুর এই অংশে বিভিন্ন ধরনের পরিবর্তনের ফলে ক্যানসার হতে পারে৷ এছাড়াও সহবাসের সময় যদি কোনভাবে এই অংশে আঘাত লেগে ক্ষতের সৃষ্টি হয় এবং এবং এই ক্ষত দীর্ঘদিন ধরে বাড়তে থাকে তবেও ,সারভাইক্যাল কানসার হতে পারে৷ এই রোগের অপর এক কারণ জীবাণু, যার নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস৷ চিকিৎসকেরা সংক্ষেপে একে এইচপিভি বলে থাকেন৷ এটি জরায়ুতে বাসা বাঁধলে সারভাইক্যাল ক্যানসার হতে পারে৷
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কীভাবে আক্রমণ করেঃ এই জীবাণু আক্রমণের প্রধান কারণ হেলথ হাইজিনের অভাব৷ এছাড়াও এইচপিভি জাবীণু যদি সংখ্যায় বেড়ে যায়, তবেও এই রোগের সম্ভাবনা থেকে যায়৷ কেউ যদি একাধিক পুরুষের সঙ্গে সহবাস করেন তবেও, এই রোগ হতে পারে৷ অনেকক্ষেত্রে দেখা যায় সেক্স পার্টনার্সদের মধ্যে কেউ যদি এইচপিভি ক্যারিয়ার হন তবে তার থেকে অপরজনের এই সংক্রমন হতে পারে৷ যদিও, এইচপিভি সংক্রমণ মানেই যে সারভাইক্যাল ক্যানসার, তা কিন্তু একেবারেই নয়৷
মা যদি সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত হন, তবে কী গর্ভজাত শিশুরও এই সংক্রমণ হতে পারে?
একেবারেই নয়৷ মায়ের দেহের কোন জীবাণু কোনভাবেই সন্তানের উপর প্রভাব ফেলে না৷ ঈশ্বর শিশুর জন্মরহস্য এমনভাবেই সৃষ্টি করেছেন যে গর্ভজাত সন্তানের কোনরকম সংক্রমণ মায়ের শরীরে থাকাকালীন হয় না৷
সারভাইক্যাল ক্যানসারের উপসর্গগুলি কী কীঃ কয়েকটি নির্দিষ্ট বিষয় এই রোগের মূল উপসর্গ৷ অতিরিক্ত সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, সহবাসের পর রক্তপাত, মনোপজের পরেও রক্তপাত, সারভিকসের গোড়ায় ব্যাথা ইত্যাদি৷ এছাড়াও অনেক সময় দেখা গিয়েছে রোগীর কিডনি অকোজে হয়ে যাওয়ার পিছনেও সারভাইক্যাল ক্যানসারের ভূমিকা রয়েছে৷ তাই এই কারণগুলি যদি দেখা যায়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷ কারণ, সমস্যা ফেলে রাখলে ভবিষ্যতে এই রোগ সারানো অনেকবেশি অসুবিধাজনক হতে পারে৷
সারভাইক্যাল ক্যানসার প্রতিরোধের উপায়ঃ সারভাইক্যাল ক্যানসারের প্রতিষেধক বাজারে রয়েছে যার নাম এইচপিভি ভ্যাকসিন৷ যদিও, এটি অত্যন্ত খরচ সাপেক্ষ৷ আবার দেখা গিয়েছে অনেকক্ষেত্রে এই ভ্যাকসিন ঠিক ভাবে কাজ করে না৷ তাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে উল্লেখযোগ্য মাধ্যম হল স্বাস্থ্য সচেতনতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা৷
এই রোগের চিকিৎসা কীঃ প্রাথমিক অবস্থায় অনেকসময় সার্জারি করা হয় বা রেডিওথেরাপি করা হয়ে থাকে৷ পরবর্তী পর্যায়ে রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে৷ কিন্তু, একেবারেই যদি দেরি হয়ে যায়, তখন আর সেইভাবে কিছু করার থাকে না, তখন রোগীর সাইন অ্যান্ড সিম্পটম অনুযায়ী চিকিৎসা করা হয়৷তবে, বর্তমানে চিকিৎসাবিজ্ঞান এতটাই উন্নত হয়েছে যে, সারভাইক্যাল ক্যানসার যদি প্রথমধাপেই ধরা পরে তবে রেডিওথেরাপির মাধ্যমে এটিকে সম্পূর্ণ ভাবে সারিয়ে তোলা সম্ভব৷ এমনকী সারভাইক্যাল ক্যানসারের তৃতীয়ধাপে এসেও প্রায় ৫০ শতাংশ রোগীকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে সুস্থ ভাবে বাঁচিয়ে রাখা সম্ভব৷
পিবিএ/এমআর