পিবিএ ঢাকা: রাজধানীর মালিবাগ ও গুলিস্তানে পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে শনিবার রাতে সাইন্সল্যাব এলাকায় পুলিশের উপর বোমা হামলার ঘটনার মিল রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে ঢামেকে আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন এবং ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলামকে দেখতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। পরিদর্শন শেষে রাত ১২টা ১৫ মিনিটে আইজিপি ঢামেক ত্যাগ করেন।
আহত পুলিশ সদস্যদের খোঁজ নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। সেখানে কিছু আলামত দেখতে পেয়েছি। আমাদের কাছে মনে হয়েছে সম্ভবত ছোড়াকৃত বোমাটি আইইডি (হাতে বানানো বোমা) ছিল। ঘটনাস্থলে শাহাবুদ্দিন ডিউটিতে ছিল না। আক্রমণকারীদের লক্ষ্য কী ছিল বলতে পারছি না। আমাদের বোমা এক্সপার্ট ও অন্যান্য এক্সপার্টরা ঘটনাস্থল পরিদর্শন করছে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সারাদেশের সকল পুলিশদের নিরাপত্তা জোরদারের জন্য বলা হয়েছে।
এর আগে শনিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুর রোডের সায়েন্সল্যাব মোড়ে পুলিশ বক্সের সামনে যানজটে পড়া স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত (প্রটেকশন) পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
এতে প্রটেকশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন এবং সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম (৩২) আহত হয়েছেন। দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিবিএ/বাখ