সারাদেশে র‌্যাবের অভিযান,নারীসহ আটক ৭

পিবিএ,ঢাকা: নারী ও শিশু নির্যাতন মামলার আসামীসহ নানা অপরাধের জন্য সারাদেশে অভিযান চালিয়ে নারীসহ ৭জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন – র‌্যাবের অভিযানিক দল।

মৌলভীবাজার:

নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কবির মিয়া (৪৮)কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯

গোপন সংবাদের ভিত্তিতে ০৫ ফেব্রুয়ারি দুপুর ০৩:০৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনার ঘাটের আব্দুল মান্নানের ছেলে।
র‌্যাব জানায় ,গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে আত্মগোন করে আসছিল।

ফেনী:

এদিকে ফেনীর মহিপাল রেঙ্গুনী সুইটস্ এন্ড বিরিয়ানী হাউস এর সামনে থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টার সময় প্রাইভেটকার ও ১৯,৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন কে আটক করেছে র‌্যাব-৭। আটকৃত হলো মোঃ জিয়াউর রহমান (৩৫),আনারুল (৩২),মোহাম্মদ আলী (৪০)।

গোপন সংবাদের বিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩৪-৬২৫২) জব্দসহ তিন জনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটকৃতরাদীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে।

 

 

রাজবাড়ি:

এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারণার অুবিযোগে ৪ ফেব্রুয়ারি রাত ১০ ঘটিকার সময় তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে নাটোর জেলার জেলার গুরুদাসপুর মশিন্দা উচ্চ বিদ্যালয় এলাকায় ভুয়া প্রশ্নপত্র সরবরাহ কালে ২ প্রতারক মোঃ আবু তাহের (১৮), মোঃ শিহাব উদ্দিন (২২) কে আটক করে র‌্যাব-৫।

এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ফেসবুক মেসেঞ্জারের কথোপকথন এর স্ক্রীনশর্ট ২১৯ টি, ৫ টি সীমকার্ড ও ২টি মেমোরী কার্ডিউদ্ধার করা হয়্

 

অন্যদিকে একিঅভিযোগে ৫ ফেব্রুয়ারি ভোর রাতে রাজবাড়ী জেলার কলিমোহর ইউনিয়নের তত্তিপুর গ্রামে অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ সুমন খাঁন(১৮)কে আটহ করেছে র‌্যাব-৮ । এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সেট জব্দ করা হয় ।অভিযুক্ত মোঃ সুমন খাঁন একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান।

র‌্যাব জানায়, এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের অভিযোগে আটককৃতরা জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে, তার উক্ত প্রতারনার সাথে জড়িত।

নারায়ণগঞ্জ:

মানব পাচারের অপরাধে রহিমা বেগম জোছনা (৪০) মহিলা কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টার সময় নারায়ণগঞ্জ জেলারদক্ষিন কলাবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা তল্লাশি করে ৫৫টি বাংলাদেশী পাসপোর্ট ও ২২টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়,রহিমা বেগম জোছনা দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিল। বিগত ৫ বছর আগে দেশে এসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অধিক বেতনে গৃহপরিচারিকার কাজের প্রভোলন দেখিয়ে নারী পাচার শুরু করে।নারী পাচার কাজে স্থানীয় কয়েকজন লোক ও ঢাকার কয়েকটি ট্রাভেল এজেন্সির সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...