পিবিএ ডেস্ক: সালমান খান, ক্যাটরিনা কাইফ আর আলি আব্বাস জাফরের যৌথতায় যে সিনেপ্রেমীরা বারবার লুফে নেবেন, ‘ভারত’ দিয়ে তা আরেকবার প্রমাণ হলো। এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া হিন্দি চলচ্চিত্রটি বক্স অফিসে ঝড় তুলেই চলেছে। থামার লক্ষণ নেই। এর আগে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটিও দারুণ ব্যবসা করেছিল।
গত ৫ জুন মুক্তি পায় চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’। সুপারস্টার সালমান খান আর আবেদনময়ী ক্যাটরিনার রসায়ন এবারও ভক্তের হৃদয় জয় করে নিল। আর তার প্রভাব পড়ছে বক্স অফিসেও। মুক্তির মাত্র চার দিনেই ভারতের বক্স অফিসে ‘ভারত’ অতিক্রম করেছে ১০০ কোটির মাইলফলক। এবার ১৫০ কোটি অতিক্রমের দ্বারপ্রান্তে।
গত শনিবার পর্যন্ত ‘ভারত’-এর বক্স অফিস সংগ্রহ ছিল ১২২.২০ কোটি রুপি। ভারতে গতকাল ছিল সাপ্তাহিক ছুটির দিন। স্বভাবতই প্রেক্ষাগৃহমুখি ছিল দর্শক। বাণিজ্য সংশ্লিষ্টদের পূর্বানুমান, আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ রোববার সংগ্রহ করেছে প্রায় ২৮ কোটি রুপি। আর তা হলে, পাঁচ দিনে এ ছবির মোট সংগ্রহ দাঁড়াবে ১৫০.২০ কোটি রুপি।
ভারতের বক্স অফিসে মুক্তির দিন বুধবার ‘ভারত’ আয় করে ৪২.৩০ কোটি রুপি, বৃহস্পতিবার ৩১ কোটি রুপি, শুক্রবার ২২.২০ কোটি রুপি ও শনিবার ২৬.৭০ কোটি রুপি। চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শের হিসাবে, চার দিনে এ ছবির সংগ্রহ ১২২.২০ কোটি রুপি।
পিবিএ/এমএসএম