পিবিএ,বিনোদন ডেস্ক: সম্প্রতি প্রকাশিত হলো প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ্ এর ৪৮ তম জন্মদিন উপলক্ষে Blueeyes Bangladesh YouTube Channel – এ নাটক ‘ভিউ কার্ড’। নাটকটি প্রেমের গল্পের উপর নির্মিত।এতে দেখা যাবে সালমান শাহ্ ভক্ত একই গ্রামের ছেলে সূর্য ও মানসীকে ভালোবাসে আর এই ভালোবাসাকে কেন্দ্র নানা ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে থাকে।’ভিউ কার্ড’ নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল।
এতে অভিনয় করেছেন সূর্য রাজ , মানসী প্রকৃতি, আহমেদ সাব্বির রোমিও, হাসিমুন, উওম অধিকারী, ইয়াসিন হিরা সহ অনেকে। এটি চমৎকার আলম প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রযোজনা করা হয়ছে। পরিচালক পুতুল বলেন, সালমান শাহ্ স্মরণে নির্মিত ‘ভিউ কার্ড’ নাটকটি একটি প্রেমের গল্প নিয়ে নির্মান করা হয়ছে।আশা করি সালমান শাহ্ ভক্ত সহ সকল মানুষের ভালো লাগবে। আমি চাই যুগ যুগ বেঁচে থাকুক প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ্।
পিবিএ/মারুফ সরকার/বিএইচ