পিবিএ ডেস্ক, যুক্তরাজ্যের ব্লেনহেইম প্যালেস থেকে ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি একটি টয়লেট চুরি হয়েছে। দেশটির উডস্টোকের ‘রাজকীয়’ ওই বাড়ি থেকে সিঁদ কেটে একটি গ্যাং সেটি চুরি করেছে।
ব্রিটিশ পুলিশের থেমস ভ্যালি বিভাগের বরাতে শনিবার এক প্রতিবেদনে এ চুরির খবর জানিয়েছে বিবিসি।
ইতালির শিল্পী মোওরিজিও ক্যাট্টেলানের প্রদর্শনীর অংশ হিসেবে বৃহস্পতিবার এটি খোলা হয়। আমেরিকা নামের ওই টয়লেটটির এখনও কোনো খোঁজ পাওয়া না গেলেও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আরেক ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর বলছে, টয়লেটটির মূল্য ১ মিলিয়ন পাউন্ডেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে নয় কোটি টাকার সমান। অষ্টাদশ শতাব্দীতে নির্মিত প্যালেসটি বিশ্ব ঐতিহ্যের অংশ এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্মভূমি।
তদন্তের জন্য এটি আপাতত বন্ধ রয়েছে। পুলিশের গোয়েন্দা পরিদর্শক জেস মিলনে বিবিসিকে বলেছেন, ‘স্বর্ণ দিয়ে তৈরি উচ্চমূল্যের টয়লেটটি যেটি শিল্পকর্ম হিসেবে বিবেচিত সেটি চুরি হয়েছে।
পিবিএ/জেডআই