পিবিএ,ঢাকা: হিন্দু ধর্মের নিয়মানুযায়ী বিয়ের পর মেয়েদের সিঁথিঁতে সিঁদুর দেয়ার নিয়ম রয়েছে। অথচ বিয়ের পর বেশ কয়েকবার প্রিয়াঙ্কা চোপড়াকে কপালে সিঁদুর ছাড়া দেখা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করলেও সিঁথিঁতে সিঁদুর না দেওয়ায় প্রিয়াঙ্কাকে নিয়ে ভালো সমালোচনা হয়েছে অন্তর্জালে। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা তাকে ভারত বিরোধী বলেও আ্যখ্যা দিয়েছে।
অবশ্য এসব নিয়ে প্রিয়াঙ্কা কিছু্ই ভাবছেন না। নিজের খেয়াল খুশী মতো চলছেন ! এ কারণেই এতোদিন সিঁদুর না পরলেওসম্প্রতি ঠিকই নিজেকে সিঁদুরে রাঙিয়েছেন তিনি।
পুরনো বছরকে বিদায় বলার আয়োজন চলছে নতুন বছরের শুরুর আগে । সম্প্রতি মুম্বাইতে একটি পার্টিতে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। স্বামী নিক জোনাসের পাশে তাকে ভারতীয় দেবীর মতো আকর্ষণীয় দেখাচ্ছিল। বেশ হাসি খুশী প্রিয়াঙ্কা এদিন পার্টিতে আসা বন্ধুদের সঙ্গে নিককে পরিচয় করিয়ে দেন।
বাহারি এক গাউন পড়ে পার্টিতে এসেছিলেন প্রিয়াঙ্কা । সেই সঙ্গে হাতে শাঁখা-চুড়ি আর গলায় পরেছিলেন সোনার চেইন।
এদিকে ক’দিন আগেই প্রিয়াঙ্কা বলেছিলেন জীবনের নিক জোনাসকে সঙ্গী হিসেবে পেয়ে তার জীবন পূর্ণতা পেয়েছে এবং শ্রেষ্ঠ সময়টা পার করছেন তিনি।
প্রসঙ্গত চলতি মাসের ১ ও ২ তারিখে যোধপুরের উমেদ ভবন প্রাসাদে প্রিয়াঙ্কা ও নিক খ্রিস্টান ও হিন্দু ধর্মের রীতি মেনে বিয়ে করেন। এরপর দিল্লির তাজ প্যালেস হোটেলে করেন অভ্যর্থনা অনুষ্ঠান। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যোগ দেন এবং নব-দম্পতিকে শুভকামনা জানান।
পিবিএ/ইএইচকে