সিংড়ায় অবৈধ মৎস্য শিকারিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

পিবিএ,নাটোর: নাটোরে চলনবিলের অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভ্রাম্যমান আদালত।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল থেকে চলনবিলের সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমান আদালত চলনবিলের ৫টি স্থানে অভিযান চালিয়ে বিল ও বিলের বিভিন্ন নদ নদী ও খালের পানি প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে বসানো সোতিঁ জাল উচ্ছেদ করে করেন এবং আইন অমান্যকারিদের অর্থিক জরিমানা করেন।বর্ষার শুরুতেই স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি চলনবিলে ও বিলের নদ নদী খালের প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধ সোতিঁ জালের মাধ্যমে মা মাছ ও পোনা মাছ শিকার শুরু করে।আবার পানি প্রবাহে বাধার কারনে সৃষ্টি হচ্ছে অনাকাঙ্খত বন্যা।

পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি

https://youtu.be/gPC2wHTe3d0

আরও পড়ুন...