পিবিএ ডেস্ক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ আগামী ৩১মে ২০১৯ তারিখে শেষ হচ্ছে। বর্তমানে দায়িত্ব পালন করছেন এম.সাইফুর রহমান মজুমদার। তিনি ২০১৬ সালের ১ জুন আনুষ্ঠানিকভাবে সিএসই’তে যোগদান করেন। এক্সচেঞ্জ ডি-মিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ হবে তিন বছর। সেই হিসেবে শিগগিরই তার মেয়াদ শেষ হবে। তবে কমিশনের অনুমোদনক্রমে তিনি আরো এক মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকতে পারবেন। তবে ইতিমধ্যে নতুন ব্যবস্থাপনা পরিচালকের খোঁজে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
সিএসই’র দ্য হেড অব হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট নতুন এমডি’র জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে নতুন অন্য কেউ আসবে নাকি বর্তমান এমডি আরেক মেয়াদে দায়িত্ব করবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু এমডি নিয়োগের বেশকিছু প্রক্রিয়া রয়েছে তাই সে প্রক্রিয়া সিএসই বাস্তবায়ন করছে বলে জানা গেছে।
পিবিএ/এফএস