সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক এখন বিএসএমএমইউ’তে

চিকিৎসক
হাসপাতালে পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক

পিবিএ, ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক।

রাত পৌনে আটটার দিকে একটি এম্বুলেন্সে করে তারা হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

তিনি জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চার জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দলে এসেছেন।

হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থা ছিল না। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম সিদ্ধান্ত নেন সিঙ্গাপুর থেকে ডাক্তার ও এয়ার অ্যাম্বুলেন্স আনার। এয়ার অ্যাম্বুলেন্সে যদি পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকে তবেই কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান চিকিৎসকরা।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...