সিঙ্গাপুর নেয়া হচ্ছেনা ফেনীর দগ্ধ মাদ্রাসাছাত্রী রাফিকে

rafi-fire-singapore-PBA

পিবিএ,ঢাকা: সিঙ্গাপুর নেওয়া হচ্ছেনা ফেনীর দগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে। লাইফ সাপোর্টে থাকা রাফির জন্য দীর্ঘ ৫ ঘণ্টার বিমানযাত্রা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের চিকিৎসকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমনটাই জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতারের চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, সকাল ৯ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে আমাদের সাথে। লাইফ সাপোর্টে থাকা রাফিকে এই অবস্থা সিঙ্গাপুর নিয়ে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় বলে তারা জানিয়েছেন। সিঙ্গাপুর হাসপাতালে চিকিৎসকরা রাফির জন্য নতুন কিছু চিকিৎসা সাজেশন দিয়েছেন। সেই সাজেশন গুলোও অনুসরন করা হবে।

ডাঃ সেন আরো বলেন, কিছুক্ষণ পর রাফির ড্রেসিং করা হবে। তার বিষয়ে বিকেলে আবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেরর চিকিৎসকদের সাথে কথা হবে। রাফিকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছেনা এই বিষয়টি আমরা ওর বাবা-মাকেও খুব ভালো মত বুঝিয়েছি। আগামী ১৭ তারিখ ৫ দিনের জন্য সিঙ্গাপুর হাসপাতালের কয়েকজন চিকিৎসক এখানে আসবেন। রাফি যদি ততদিন স্ট্রে করে তাহলে তারা রাফিকেও দেখবেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনন্সিটিউট এর পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম বলেন, রাফির অবস্থা কিছুটা ইমপ্রুভ করছে। তবে বলা যাবেনা সে ভালো হয়ে উঠছে। এখনও সে শঙ্কটাপন্ন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...