সিঙ্গাপুর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী পালিত

পিবিএ,সিঙ্গাপুর : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সিঙ্গাপুর বিএনপি ও তার অঙ্গসংগঠন।

বৃহস্পতিবার সন্ধ্যা সিঙ্গাপুর স্থানীয় একটি রেস্টুরেন্ট আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর বিএনপির সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিঙ্গাপুর বিএনপির যুবদল ,শ্রমিক দল নেতৃবৃন্দ। এক সংক্ষিপ্ত বক্তব্যে সিঙ্গাপুর বিএনপির সভাপতি আব্দুল কাদের বলেন, জনগণের ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার এর সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের মানুষের ভোটার অধিকার ,আইনের শাসন ও গণতন্ত্র জন্য সংগ্ৰাম করে গেছেন। একটি নির্বাহী আদেশে গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলন স্তব্ধ করতে একটি ফরমায়েশি রায় তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন ৭৪ বয়সী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১৬ মাস যাবৎ কারাবন্ধী রেখে ইতিহাসকে কলংকিত করছে এই অবৈধ সরকার। তাই কঠোর আন্দোলন করে খালেদাকে জিয়াকে মুক্ত করার আহবান জানান তিনি ।

ইফতার পূর্বে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ,দেশ নায়েক তারেক রহমানের সুস্বাস্থ ও আরাফাত রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...