সিঙ্গাপুর যাবেন মশা মারার প্রশিক্ষণ নিতে

পিবিএ ঢাকা: মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে প্রশিক্ষন নিতে সিঙ্গাপুর যাচ্ছেে প্রশাসনে তিন কর্মকর্তা ও এক চিকিৎসক। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো.আবদুর রউফ মিয়ার নেতৃত্বে সিঙ্গাপুর যাচ্ছেন তারা। চার জনের প্রতিনিধি দলে তিনজনই বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর মধ্যে একজন উত্তর সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো.সগীর হোসেন।

সগীর হোসেনের কাজ সিটি করপোরেশনের সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও অবৈধ দখল উচ্ছেদ নিয়ে।অথচ তাকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করতে। তবে তাদের সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি ।

এতথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটির সম্পত্তি কর্মকর্তা সগীর হোসেন নিজেই। তিনি বলেন,সরকার চাচ্ছে নগরীর মশা নিধন আর অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির হাতে দখলে থাকা সম্পতি উদ্ধারে কৌশল সংগ্রহ করে আসা। কোন দেশে পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন,ভারত,সিঙ্গাপুর,চায়না। এই তিন দেশের মধ্যে যে কোনো দেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে।তবে ডেঙ্গুর প্রভাব যে সব দেশে বেশি ছিলো ওই সব দেশের প্রতি আগ্রহ বেশি। কারণ হিসাবে এই কর্মকর্তা বলেন,মূলত এই সফর হবে ডেঙ্গু প্রতিরোধে ধারণা নিতে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই বলেন, স্থানীয় সরকারমন্ত্রী নিজেই বিষয়টি চিন্তভাবনায় নিয়ে আসছেন।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দৈনিক জাগরণকে বলেন, বিষয়টি চমৎকার।মশা নিধনের ধারণা নিয়ে আসলে আমাদের দেশের জন্য ভালো হবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...