পিবিএ ডেস্ক : অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী সিডনিতে মারাত্মক ঝড় আঘাত হানায় আজ শনিবার হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এছাড়া ঝড়ের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন এবং জাতীয় ফুটবল ম্যাচ পিছিয়ে দেয়া হয়েছে। সিডনিতে শুক্রবার প্রচন্ড ঝড়, বজ্রসহ প্রবল বৃষ্টি হয়। কিছু এলাকায় ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। সিডনির পশ্চিমাঞ্চলে ৩০ মিনিট ধরে ৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে নগরীর প্রধান সড়কসমূহে বন্যার পানিতে ডুবে থাকা গাড়ি, ভাঙা ট্রাফিক লাইট ও গাছ উপড়ে পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে বিদ্যুৎ কোম্পানী জানিয়েছে, প্রচন্ড ঝড়ের সময়ে ৪০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। শনিবারেও পাঁচ হাজারেরও বেশি লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সিডনি এলাকায় এক হাজারেরও বেশি লোক জরুরি সহায়তার জন্যে অনুরোধ জানিয়েছে। এদের বেশিরভাগই পানিতে ডুবে থাকা গাড়ি উদ্ধারের অনুরোধ জানিয়েছে। সরকারের জরুরি সেবা সংস্থার মুখপাত্র এ কথা জানান। এদিকে ঝড়ের কারণে সিডনি বিমানবন্দরে বিমান চলাচলে বিলম্ব এবং নগরীর ট্রেন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ঝড়ের কারণে নারী ফুটবলারদের একটি জাতীয় ম্যাচের খেলা দুই দফায় ৪৫ মিনিট পেছাতে হয়েছে। খেলাটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছিল। কিন্তু খেলার মাঝামাঝি বিদ্যুৎ চলে যায়। এতে খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অষ্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলের কুইন্সল্যান্ড রাজ্যে ব্যাপক বন্যার পর উদ্ধার অভিযান চলার মধ্যেই সিডনিতে ঝড়ের এ তান্ডব বয়ে যায়।
পিবিএ/জিজি