সিদ্ধান্তহীনতার কারণেই ব্যার্থ আরসিবি: কোহলী

পিবিএ ডেস্ক: রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গলোর সাথে কোহলীর সম্পর্ক অনেক দিনের । সেই ২০১৩ সাল থেকে অধিনায়ক হিসেবে কাজ করছেন কোহলী। তারকায় ঠাসা এই দলটি প্রতিবার আলোচনায় থাকে।

ভক্তরাও আশায় বুক বাঁধে এবার বুঝি শিরোপা ঘরে তোলা যাবে। তবে শিরোপার দেখা তারা পাচ্ছেন না। কিন্তু কেন? কোহলী মনে করেন দলটি সিদ্ধান্তহীনতায় ভুগছে। সে দায়ভার নিয়ে ঘাড়ে তুলে নিয়েছেন।

‘নিজের ভুল সিদ্ধান্তকেও তিনি বলছেন ব্যর্থতার আরেক কারণ। কোহলি বলেন, শুধু মাত্র ভাগ্যকে দোষারোপ করলে হবে না। নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে আরো যত্নবান হওয়া উচিৎ। দলের ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক আরো মজবুদ করতে হবে।’

‘আমাদের দলের মধে শৃংখলা আসা প্রয়োজন। একটা সংস্কৃতি তৈরী করতে হবে দলের ভেতর। আমরা দলে সারাজীবন থাকবো না। কিন্তু দল থাকবে যুগের পর যুগ। সেখানে পরবর্তি প্রযন্মকে আমরা কিছু দিয়ে যেতে চাই।’

দল সম্পর্কে তিনি বলেন, ‘আরসিবির সাথে আমার আত্মিক সম্পর্ক। আমি এ দলের হয়েই আইপিএল খেলতে চাই। দলের প্রয়োজনে অনেক খেলোয়াড় কেনা হয়। আবার ছেড়েও দেওয়া হয়। আমি আরসিবি ছাড়ছি না।’

কোহলী শিরোপার ব্যাপারে বলেন, ‘শিরোপা জেতা কোন রকেট সাইন্স না। সবার সামর্থ অনুযায়ী খেললে শিরোপা জেতা সম্ভব।’

সূত্র: ক্রিকবাজ

পিবিএ/আইএইচ

আরও পড়ুন...