সিনহা হত্যা: ঘটনাস্থলে ওসি প্রদীপসহ তিন আসামিকে নিয়েছে র‌্যাব

পিবিএ,কক্সবাজার: দুই মিনিটের মধ্যে কীভাবে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনাটি ঘটেছে এর বর্ণনা শোনার জন্য বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ তিন জনকে ঘটনাস্থলে নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) কক্সবাজারের টেকনাফের শামলাপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর পুলিশের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।

পিবিএ/এসডি

আরও পড়ুন...