সিপিএলের পেজে বাংলায় সাকিবের ভিডিও বার্তা

পিবিএ ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের গ্রুপ পর্বের খেলা শেষে আজ শুরু হচ্ছে প্লে-অফের লড়াই। যেখানে কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে আজ গায়ানা এ্যামাজন ওয়ারির্সের মুখোমুখি হবে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১.৩০ মিনিটে।

ম্যাচের আগে এক ভিডিও বার্তায় বাংলাদেশী সমর্থকদের কাছে সমর্থন চেয়েছেন সাকিব। সিপিএলের অফিসিয়াল পেজে আপলোড করা ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আশা করি সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করবেন, আপনারা যারা বাংলাদেশে আমাদের খেলা দেখছেন। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের জন্য। আমি নিশ্চিত আপনারা আমাদের পূর্ণ সমর্থন দেবেন এবং আমরা ভালো একটা রেজাল্ট করতে পারব। ধন্যবাদ সবাইকে।’

১০ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্হান করছে সাকিবের বার্বাডোজ। তাদের উপরে আছে কোন ম্যাচে না হারা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তিনে আছে সেন্ট কিটস এন্ড নেভিস। চারে ত্রিনবাগো নাইট রাইডার্স।

গ্রুপ পর্বের খেলা শেষে নির্ধারিত হয়ে গেছে প্লে-অফের ম্যাচের প্রতিপক্ষ। যেখানে শীর্ষ থাকা দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এরপর তিন ও চারে থাকা দুই দল খেলবে এলিমিনেটর ম্যাচে। শীর্ষ থাকা দুই দলের মোকাবেলায় যে দল জিতবে সেই দল সরাসরি খেলবে ফাইনালে। আর যে দল হারবে সেই দল তৃতীয় ও চতুর্থ দলের মোকাবেলায় জয়ী দলের সাথে মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এখান থেকে যে দল জিতবে সেই দল ফাইনালে খেলবে।

প্রথম কোয়ালিয়ারে অপরাজিত গায়ানার মুখোমুখি হবে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস। আর এলিমিনেটর ম্যাচে সেন্ট কিটস নেভিস মুখোমুখি হবে ত্রিনবাগো নাইট রাইডার্সের।

এলিমিনেটরের ম্যাচটিও আজ বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হবে।

প্লে-অফ ও এলিমিনেটর ম্যাচের সময়সূচিঃ
এলিমিনেটর-৬ অক্টোবর রাত ৯ টা:
সেন্ট কিটস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স

প্রথম কোয়ালিয়ফায়ার-৬(৭) অক্টোবর দিবাগত রাত ১.৩০:
বার্বাডোজ ট্রাইডেন্টস বনাম গায়ানা এমাজন ওয়ারিয়র্স

দ্বিতীয় কোয়ালিফায়ার(১০ অক্টোবর ভোর ৫ টা)

ফাইনাল: ১৩ অক্টোবর ভোর ৩ টা।

পিবিএ/ইকে

আরও পড়ুন...