পিবিএ স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসর প্রথম ম্যাচেই ব্যাটে-বলে চমক দেখালো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্রিজটাউনে টস জিতে ব্যাট করতে নামা সেন্ট কিটস এদিন প্রথম ওভারেই মোকাবেলা করে সাকিবকে। সাকিব বল হাতে ছিলেন বেশ মিতব্যয়ী। ৪ ওভার বল করে একটি মেডেনসহ খরচ করেছেন মাত্র ১৪ রান, শিকার করেছেন প্রতিপক্ষ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে।
আর ব্যাট ২৫ বলে ৩টি চার ও ১টি ছক্কা হাঁকানো সাকিব ৩৮ রান করেন। তবে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের পরও দলের অন্যদের ব্যর্থতায় বার্বাডোজ ট্রাইডেন্টস প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে হেরে গেছে মাত্র ১ রানের ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর:
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস: ১৪৯/৭ (২০ ওভার)
ব্রুকস ৫৩, অ্যালেন ২০। থমাস ২০
গার্নি ২৩/২, ওয়ালশ ৩৭/২, সাকিব ১৪/১
বার্বাডোজ ট্রাইডেন্টস: ১৪৮/১০ (২০ ওভার)
সাকিব ৩৮, রেইফার ৩৪, হেলস ১৯, ডুমিনি ১৮
কটরেল ২৭/৩, ব্র্যাথওয়েট ৩০/৩, এমরিট ২৪/২।
পিবিএ/বাখ