সিপিএলের ফাইনালে সাকিবের বার্বাডোজ

পিবিএ স্পোর্টস ডেস্ক: সিপিএলের দ্বিতীয় সেমিফাইনালে টান টান উত্তেজনাকর ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠলো সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে বার্বাডোজ ট্রাইডেন্টস। ১ ছক্কা আর ১ চারে সাকিব করেন ১২ বলে ১৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৯ সব কটি উইকেটে হেরে ১৯.৩ ওভারে ১৪৮ রান তুলতে সক্ষম জয় নাইটরা। ফলে রানের জয় পায় বার্বাডোজ।


প্রথমে ব্যাটিংয়ে ২৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় বার্বাডোস। ২ চারে ১০ রান করে ফিরেন হেলস। পরবর্তীতে সাকিব আসলেও ১ ছক্কা ও ১ চারে ১২ বলে ১৮ রান করে ফিরেন। কিন্তু চার্লস খেলেন ৪১ বলে ৩৫ রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে ৪ টি চার

পরবর্তীতে শাই হোপ ১৮ বলে করেন ২৩ রান। কিন্তু শেষ দিকে রেইফার ও নার্সের ঝড়ো ইনিংসে ১৬০ বড় সংগ্রহ করে বার্বাডোস ট্রাইডেন্টস। নাইট রাইডার্সের বোলিংয়ে আলি, জর্ডান নেন দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে নার্স-ওয়ালশদের বোলিংতোপে শুরু থেকেই একের পর এ উইকেট হারাতে থাকে নাইটরা। শেষদিকে এসে দলের হাল ধরেন সেকুগা প্রসন্না। ব্যাট হাতে ঝড় তুলে ২৬ বলে অর্ধশতক করলেও শেষ ওভারে যখন দলের জয়ে ১৪ রান দরকার তখন প্রথম বলেই রেইফার তাকে ফিরিয়ে দিলে শেষ পর্যন্ত ১৪৮ রানেই গুটিয়ে যায় শাহরুখের দল। তবে সবাই যখন বোলিংয়ে উজ্জ্বল তখন রঙহীন সাকিব এদিনও। ২ ওভার বল করে দেন ২৭ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ
বার্বাডোস: ১৬০/৬ (২০)
চার্লস ৩৫ (৪১), নার্স ২৪(৯)
পিয়ের ২/২৫

ত্রিনবাগো নাইট ১৪৮/১০(১৯.৩)
সেকুগা প্রসন্না ৫১(২৭)
রেইফার ২/১৩।

পিবিএ/বাখ

আরও পড়ুন...